শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা,ঘটনা মিরপুর চিড়িয়াখানা

Home Page » জাতীয় » শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা,ঘটনা মিরপুর চিড়িয়াখানা
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩


মিরপুর জতিীয় চিড়িয়াখানা

বঙ্গ-নিউজ: চিড়িয়াখানায় ঘুরতে আসা এক শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা। আজ সকালে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টার দিকে একটি শিশু বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন বাবা-মা। ওই শিশুর বয়স দুই থেকে আড়াই বছর। একপর্যায়ে তারা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে হায়েনার খাঁচার সামনে চলে যায়। তবে খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু নেটের ভেতর দিয়ে খাঁচায় হাত ঢুকিয়ে দেয় শিশুটি। তখনই তার হাত কামড়ে ধরে হায়েনা। হায়েনাটি  শিশুটির কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে । বিচ্ছিন্ন হাত খেয়েও ফেলে হায়েনা।

রফিকুল ইসলাম আরও বলেন, চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে শিশুটিকে আমাদের ভেটেনারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

চিড়িয়াখানার পরিচালক বলেন, আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:২৮:৪৯ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ