প্রধানমন্ত্রী ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করলেন
রবিবার ● ৪ জুন ২০২৩


চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি রুটে নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে এ ট্রেন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এ সময় চিলাহাটি রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ রেলওয়ে কর্মকর্তারা।

জানা গেছে, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে আনুমানিক সোয়া ৩টার দিকে। আবার ৪টা ১৫ মিনিটে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে রওনা হবে। এ ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৫ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ