জো বাইডেন হোঁচট খেয়ে পড়ে গেলেন !!

Home Page » জাতীয় » জো বাইডেন হোঁচট খেয়ে পড়ে গেলেন !!
শুক্রবার ● ২ জুন ২০২৩


হোঁচট খেয়ে মঞ্চে পড়ে গেলেন জো বাইডেন

বঙ্গ-নিউজ: অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় ১ জুন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

খবরে বলা হয়, মঞ্চে পড়ে গেলেও তেমন কোনো আঘাত পাননি বাইডেন। এ সময় পাশে থাকা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিক উঠে দাঁড়াতে সহায়তা করেন।

খবরে বলা হয়, কলোরাডো অঙ্গরাজ্যে বিমান বাহিনীর স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দেন জো বাইডেন। সেখানে স্নাতকদের ডিপ্লোমা ডিগ্রি হস্তান্তর করছিলেন তিনি। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে হোঁচট খেয়ে নিচে পড়ে যান বাইডেন।

খবরে আরও বলা হয়, অনুষ্ঠানে ৯২১ জন গ্রাজুয়েট ক্যাডেটের সঙ্গে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন জো বাইডেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ভালো আছেন। তার তেমন কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ২১:০২:৩৭ ● ২৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ