ঘুড়ি- হাসান মিয়া

Home Page » সাহিত্য » ঘুড়ি- হাসান মিয়া
রবিবার ● ২৮ মে ২০২৩


 ঘুড়ি

হাসান মিয়া


আকাশে উড়াই কত ঘুড়ি

কাটাকাটি খেলায় কত তড়িঘড়ি।

লাল নীল নীল সাদা কালো

হলুদ সবুজ ঝিলমিল ঝিলমিল

ঘুড়ি উড়ছে গগণে বিলবিল।

লাটাই হস্তে সবাই ব্যস্ত

দৌড়াদৌড়ির পড়ছে হিড়িক

কাটাকাটি খেলা কে কাকে

করবে পরাস্ত,

বেলা গেল বলে পশ্চিমাকাশে সূর্যাস্ত।

মনে নেই যেতে হবে বারেক

এইমাত্র কাটলাম ঘুড়ি আরেক।

বায়ু বয়ে যায় যেথায়

ঘুড়ি ছুটে যায় সেথায়।

কেটে গেছে সুতা আর কি ধরা যায়।

---

বাংলাদেশ সময়: ১০:৪১:৪৯ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ