স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হওয়ার জন্য বিদ্যালয়ের অনুকুলে সোনালী ব্যাংকের মাধ্যমে নগদ ২ লাখ টাকা প্রদান করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এবিএম জুয়েল তালুকদার।
সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আবেদনপত্র ও টাকা জমাদানের রশিদ জমা দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল আলম,সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার,বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আশরাফুজ্জামান,সুরঞ্জিত চন্দ্র দেবনাথ,সুশান্ত সরকার,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য পিযুষ সরকার, তৃফলা রাণী সরকার,
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অমিত হাসান রাজু প্রমুখ।