খোঁপার অভিযোগ - তানজীনা ফেরদৌস
Home Page »
সাহিত্য »
খোঁপার অভিযোগ - তানজীনা ফেরদৌস

এক গুচ্ছো বেলী আমার খোঁপার অভিযোগ।
তোমার বেলী ছাড়া খোঁপা করাও অনর্থক।
তোমার উপর অভিমানে বহমান নদী।
এভাবেই আমার আহ্লাদ ভুলো যদি…
তুমি ছাড়া শূন্য আমি বিরান আকাশ,
মন খারাপের খামে লিখেছি দীর্ঘশ্বাস।
এনে দিও বেলী আর বেলোয়ারি চুড়ি।
আমার কাজল চোখে শুধু তোমার উড়াউড়ি।
তুমি আমার বুকের আহ্লাদে পোষা ডাহুক পাখি।
আহ্লাদে ভরা তোমার বাসা যত্নে আগলে রাখি।
তোমার উপর অভিমানে বহমান নদী।
তোমার অপেক্ষায় বহে নিরবধি।
এক গুচ্ছো বেলী আমার খোঁপার অভিযোগ।
তোমার বেলী ছাড়া খোঁপা করাও অনর্থক।
বাংলাদেশ সময়: ১:৪৫:২৯ ●
৭১৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)