নকল এ-সকল - ইমাম শিকদার
Home Page »
সাহিত্য »
নকল এ-সকল - ইমাম শিকদার
আমি নকল তুমি নকল
আটা নকল চাউল নকল
নকল গোস্ত তরকারি,
হাসি নকল কথা নকল
নকল স্বামী স্ত্রী ।
ঘরে নকল বাহিরে নকল
নকল শিক্ষক-ছাত্র ছাত্রী,
পরীক্ষা নকল সনদ নকল
নকল মোদের কথার বুলি
দলে নকল নেতায় নকল
নকল সরকারের বুলি ।
পীর নকল মুরিদ নকল
নকল মাজার পূজারী
কীট নকল বীজ নকল
নকল ক্ষেতের ফসলাদি
ডাক্তার নকল ওষুধ নকল
তাইতো রোগীর ছড়াছড়ি ।
পণ্য নকল ব্যাবসায় নকল
মনে নকল জনে নকল
হোটেল নকল মোটেল নকল
নকল সব কারবারি ।
আম নকল লিচু নকল
কলা নকল তরমুজ নকল
কাঁঠাল নকল ভাঙ্গী নকল
নকল দোকানী ।
সুতা নকল কাপড় নকল
রং নকল ডাইং নকল
নকল রঙের মিস্তিরি
ঘর নকল বাহির নকল
নকল সমাজপতি ।
নেতা নকল নীতি নকল
বংশ নকল ব্যবহার নকল
নকল যুগল প্রেমিক
কাবিন নকল কাজি নকল
নকল বিবাহ বন্ধন
কবি নকল কাব্য নকল
নকল সাহিত্যিক
আইন নকল পুলিশ নকল
নকল বিচারিক
একে একে সবাই নকল
নকল মোদের বিষ ।
বাংলাদেশ সময়: ২১:৪২:৩৯ ●
৪২৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)