কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

Home Page » জাতীয় » কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা
শনিবার ● ২০ মে ২০২৩


প্রতিকী ছবি- কালবৈশাখী

বঙ্গ-নিউজ: আজ বিকেল থেকে মধ্যরাতের মধ্যে দেশব্যাপী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, আজ বিকেল ৪টা থেকে মধ্যরাতের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, শরিয়তপুর, লক্ষ্মীপুরসহ অন্যান্য জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে। কারণ গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের যে স্থানে কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়েছিল সেখানে আজ শনিবারও ঝড় সৃষ্টি হওয়া শুরু করেছে।

এছাড়া  সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত বাংলাদেশের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

এই ঝড় বিকেল ৭টা থেকে ১০টার মধ্যে খুলনা বিভাগের ওপর দিয়ে ও রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। বরিশালে পৌঁছানোর পরেও যদি কোনো শক্তি অবশিষ্ট থাকে তবে এই ঝড় রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রামের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাবে।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আরও বলেন, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ২০:১৪:০৫ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ