বঙ্গভবনে প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » বঙ্গভবনে প্রধানমন্ত্রী
শনিবার ● ২০ মে ২০২৩


বঙ্গভবন

বঙ্গ-নিউজ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর তার সঙ্গে এবারই প্রথম প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত ।

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই প্রধানমন্ত্রী তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।

গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৪ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ