রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় জি-৭ জোট

Home Page » জাতীয় » রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায় জি-৭ জোট
শুক্রবার ● ১৯ মে ২০২৩


 রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞায়   জি-৭ জোট

বঙ্গনিউজঃ   জাপানের হিরোশিমায় বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে সম্মত হয়েছেন জি-৭-এর নেতারা। এমনকি ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।

জাপানের হিরোশিমায় সম্মেলন শুক্রবার সকালে শুরু হলেও বৃহস্পতিবার স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন জি-৭-এর শীর্ষ নেতারা। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যোগ দেওয়ার কথা রয়েছে। জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, জেলেনস্কি সপ্তাহের শেষ দিকে যোগ দিতে পারেন।

তবে শুক্রবারের সম্মেলনে জোটের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে পারে এমন কোনো কিছুর রপ্তানি বন্ধ রাখবে জি-৭ জোট। বিশেষ করে শিল্প যন্ত্রপাতি, সরঞ্জাম এবং অন্যান্য প্রযুক্তি যা যুদ্ধাস্ত্র পুনর্নির্মাণের জন্য ব্যবহার করতে না পারে রাশিয়া। এমনকি ধাতব পদার্থ ও হীরা রপ্তানি করে রাশিয়া যাতে রাজস্ব আয় করতে না পারে সেদিকে খেয়াল রাখবে জোট। যৌথ বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়েছে, যে সব পণ্য, পরিষেবা বা প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা যেন কোনোভাবে রপ্তানি না করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩২ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ