মধ্যনগর থানা পুলিশের অভিযানে আরো ০১ (এক) জন ডাকাত গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগর থানা পুলিশের অভিযানে আরো ০১ (এক) জন ডাকাত গ্রেফতার
মঙ্গলবার ● ৯ মে ২০২৩


মধ্যনগর থানা পুলিশের অভিযানে আরো ০১ (এক) জন ডাকাত গ্রেফতার

মনোহারী ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮), পিতা-মৃত: মন্টু চন্দ্র সাহা সাং-কলমাকান্দা (গোজাকুলিয়া), কলমাকান্দা সদর ইউপি,থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা এর পন্যবাহী নৌকা ডাকাতরা গত ০৭/০৫/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ঘটিকার সময় মধ্যনগর থানাধীন দরাপপুর নওয়াগাঁও সাকিনের পূর্ব পাশে গুরমার বেরিবাধের পাশে বৌলাই নদীতে আটক করে ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮) এর মালামাল বিক্রির নগদ ২,৯১,২০০/-(দুই লক্ষ একানব্বই হাজার দুইশত) টাকা ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে মধনগর থানার মামলা নং - ০৩ তারিখ -০৭/০৫/২০২৩ ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। অফিসার ইনচার্জ মধ্যনগর থানা সহ মধ্যনগর থানা পুলিশ ডাকাত ১। এমরান মিয়া(৪০), পিতা-ফজলুল হক, ২। মোঃ সোহরাব মিয়া(২৪), পিতা-শওকত মিয়া, ৩। মুহিবুর (৫০), পিতা- মৃত: তাহির আলী, সর্ব সাং- সোলেমানপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগ দের গ্রেফতার করে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। অদ্য ০৮/০৫/২০২৩ তারিখ অফিসার ইনচার্জ মধ্যনগর থানা এর নেতৃত্বে মধ্যনগর থানা পুলিশ সহ তাহিরপুর থানা এলাকা হতে বর্নিত মামলার এজাহার নামীয় চপলাতক ডাকাত ১/ ইমন (২২) পিতা- নেহের জামাল সাং- সোলেমানপুর থানা- তাহিরপুর জেলা - সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয় ।

মধ্যনগর থানা প্রেস রিলিজ

বাংলাদেশ সময়: ১২:২৩:১৩ ● ৪৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ