শুভ জন্মদিনঃ তেষট্টি বছর বয়সে দাঁড়িয়ে করছি স্মরণ- স্মৃতি কত না মধুর ! - অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

Home Page » সাহিত্য » শুভ জন্মদিনঃ তেষট্টি বছর বয়সে দাঁড়িয়ে করছি স্মরণ- স্মৃতি কত না মধুর ! - অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
সোমবার ● ১ মে ২০২৩


আজ অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম-এর শুভ জন্মদিনে বঙ্গনিউজের পক্ষ থেকে প্রাণ্ঢালা শুভেচ্ছা

ধূলিবালির খেলা ছেড়ে,বাড়ীর পাশেই স্বল্পমারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হই। বাবা ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক। ছোট বেলায় ছিলাম উড়নচন্ডি স্বভাবের মেয়ে। বই, খাতা, কলম বা স্কুলে আমাকে সম্পৃক্ত করতে পারেনি মা বাবা। আজ আর মনে নেই কেমন করে হঠাৎ স্কুলে হাজির হয়েছিলাম। দ্বিতীয় শ্রেণির প্রথম পরীক্ষার ফলাফল দেখে সবাই অবাক হয়ে যায়।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শ্রদ্ধেয় স্যাররা অত্যান্ত আদর ও take care করতেন।বরাবরই শ্রেণি রোল ক্রমে দুই নম্বর স্থানটি ধরে রাখতাম। সেই প্রাথমিক শিক্ষার বন্ধুরা আজ কে কোথায় আছে জানি না। আমার প্রাণের সই তার বাবার এক মাত্র মেয়ে ঠান্ডার মা চরমারীয়া গ্রামে বসবাস করছে স্বামী সন্তান,নাতি পুঁতির ভালোবাসায় জড়িয়ে। সে হয়তো এখনও শুনে ঘুঘু পাখীর ডাকাডাকি, হুক্কা হুয়া শিয়ালের কান্না, দেখে বাড়ীর পাশে রোদের গড়াগড়ি,গেঁয়ো সংস্কৃতির আলোড়ন।
পঞ্চম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি পেলে ভাগ্যের চাকা ঘুরে যায় আলোর দিশারী হয়ে। বাবা আমাকে কিশোরগঞ্জ এস ভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করে দেয়। আমাদের গ্রামের বাড়ি থেকে পাঁচ মাইল দুরে স্কুলটিতে পায়ে হেঁটে ঝড় বৃস্টি উপেক্ষা করে প্রতিদিন যেতাম। যে দিন শীলা বৃস্টি হতো, বই মাথায় রেখে দৌড়ে পাড়ি দিতাম কৃষি জমির ভেতর দিয়ে গড়ানো দুই পায়ের রাস্তা ধরে।
বই খাতা কলম হয়ে যায় জীবন সাথী।পড়ার প্রতি গভীর আগ্রহ দেখে, বাবাতো ঘোষনা দিয়েছিলেন, আমাকে ডাক্তার বানাবেন,অল্প বয়সে বিয়ে দিবেন না। আমিও সেই চুড়ান্ত লক্ষে পৌঁছানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলাম।কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি। এস ভি স্কুলে বরাবর শ্রেণি রোল ছিলো তিন।গ্রাম থেকে ছুটে এসে শহরের ছাত্রীদের সাথে পাল্লা দিয়ে গোল্ডেন অবস্থানে জায়গা করে নেয়া চাট্টিখানি কথা নয়,। অস্টম শ্রেণি ও এস এস সিতে বৃত্তি পেয়েছিলাম।এই সফলতার জন্য আমাকে অনেক সাধনা করতে হয়েছে,ব্যয় করতে হয়েছে মেধা, বুদ্ধি, শ্রম,ঘাম। সকালে ঘুম থেকে ওঠেই রাজ্জাক স্যারের কাছে ম্যাথ, কাইয়ুম স্যাবের কাছে ইংরেজী প্রাইভেট পড়তে ছুটে যেতাম কিশোরগঞ্জ শহরে।সেখান থেকে যেতাম স্কুলে। ফিরে আসতাম বাড়ীতে বিকেলে। এসে দেখতাম আরো একজন শিক্ষক অপেক্ষা করছে প্রাইভেট পড়ানোর জন্য।এ ভাবেই সময় মেপে মেপে পড়াশুনা করেছি।
আকাশের তুলো মেঘ যেমন ধরে রাখা যায় না, ঠিক তেমনি স্মৃতিগুলো রোমন্থন করা ছাড়া সোনার কৌটায় ভরে লুকিয় রাখা যায় না। স্মৃতির পেছনে ফড়িং এর মতো স্মৃতিগুলো চোখের কোনে উড়ে ও ব্যথা বেদনার জলে ভাসায়। টেনে নিয়ে যায় সেই স্মৃতির রোদেলা দুপুরে।৬ জানুয়ারী ২০২২ এ গিয়েছিলাম আমার প্রিয় স্কুলে বই বিতরণ অনুষ্টানে। আমার সহপাঠী ড. দৌলতুন্নাহার খানম, বর্তমানে মোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্য,সে ছিলো মূল উদ্দোক্তা। আমার লিখা ১৫ টি বই,বঙ্গবন্ধুর আদর্শের বই ১৭ টি দিয়েছে ক্লাশমেট ড. দৌলতুন্নাহার খানম এস ভি স্কুলের বঙ্গবন্ধু কর্ণারে রাখার জন্য।উদ্দেশ্য একটাই, জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশকে পরবর্তী প্রজন্মের মর্মে গেঁথে দেয়া।
প্রধান শিক্ষক শাহনাজ কবির, স্কুলের অন্যান্য শিক্ষকদের মিলন মেলায় কিছু স্মৃতি কথা তুলে ধরার সুযোগ পেয়েছিলাম।বেশ ভালো লেগেছিলো স্মৃতির ডায়রী তুলে ধরে।
স্কুলের খেলার মাঠে,দরজা,জানালায়,সবুজ ঘাসে খোঁজেছি আমার হাতে পায়ের ফিঙ্গার প্রিন্ট। নতুনের ভিড়ে আমি বা আমার কোথাও নেই হাতের ছোঁয়া। ১৯৭৫ সালে এ এস সি পরীক্ষায় ৬টা লেটারসহ ভালো ফলাফল করেছি। আমার গ্রাম থেকে দল বেঁধে যারা স্কুলে যেতাম, তাদের কেউ উচ্চ শিক্ষার সুযোগ পায়নি। তারা স্বামী, সন্তানের সেবা ও হাড়ি পাতিলের আওয়াজে বিলিয়ে দিয়েছে জীবন।
গার্লস গাইডে অংশ গ্রহন,স্কুলের দেয়াল ম্যাগাজিনে কবিতা লিখা, জেলা পর্যায়ে রাইফেল সুটিংয়ে দ্বিতীয় পর্যারের পুরস্কার চিনিয়ে আনা, এথলেটিকসে শুধু বর্ষা নিক্ষেপ খেলেছি,তাও বেশী ভালো পর্যায়ে নয়। ফেইজবুক ফেইজে, জাতীয় সংবাদ মাধ্যমে যখন স্কুলটির সুবার্তা ছড়িয়ে পড়ে, তখন গর্ব অহংকারে আত্মাটা লাফিয়ে ওঠে। এই বিদ্যালয়ের মেয়েরা সারা বিশ্বে আলোর আভা ছড়িয়ে দিচ্ছে। সত্যি কিশোরগঞ্জ বাসির অমূল্য সম্পদ এস ভি সরকারী বালিকা বিদ্যালয়।
বেগম রাজিয়া হোসাইন বহু জাতীয় পর্যায়ের পুস্কার পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন। তিনি একজন সুলেখক,ছড়াকার, প্রাবন্ধিক।আমরা ১৯৭৫ এ পড়ালেখা শেষ করে চলে আসি, তখন তিনি ছিলেন প্রধান শিক্ষক। তিনি যে রুমে বসতেন, সেই একই রমে প্রধান শিক্ষকের চেয়ারে বসে বেশ দক্ষতার সাথে বিদ্যালয়টি পরিচালনা করছেন শাহনাজ কবির। যদিও তিনি মরনব্যাধি ক্যানসারের সাথে লড়াই করছেন।
স্কুলে অবকাঠামোগত বেশ পরিবতর্ন এসেছে। পুকুর টা বন্ধ করে মেখানে তিন তলা ভবন নির্মান করা হয়েছে। টিনের মিলনায়তন ভবনটি ভেঙ্গে সরিয়ে, সেখানেও তিন তলা ভবন ওঠেছে।একটি সুন্দর নান্দনিক গেইট নির্মান করা হয়েছে।
স্কুলের সিঁড়ি পেরিয়ে চলে যাই,ঢাকা সরকারি ইডেন মহিলা কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে ঢুকে যাই সংসার জীবনে।
যুক্ত হই মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা পেশায়। প্রতিষ্টাতা অধ্যক্ষের দায়িত্ব নিয়ে বাইশ বছর চেষ্টা করে প্রতিষ্টা করি কিশোরগঞ্জ জেলার সদর থানায় আর এস আইডিয়েল কলেজ। সেখান থেকেই অবসরে যাই ২০২০ এর ৩০ এপ্রিল। অবসর জীবনে লেখালেখির জগতে জড়িয়ে সাহিত্য র্চ্চা করছি। আওয়ামী আদর্শের রাজনীতি করে বাংলাদেশ কৃষক লীগে উপদেষ্ঠার দায়িত্ব পালন করে যাচ্ছি। কবে কখন জীবন প্রদীপ নিভে যাবে জানি না। প্রস্তুতি রাখছি না ফেরার দেশে চলে যাওয়ার।
এই তো আমার তক তকে ঝক ঝকে রুমালে গাঁথা জীবনের স্মৃতিগুলোর রোমন্থ পালা কাহিনী। তেষষ্টি বছর বয়সে দাঁড়িয়ে করছি স্মরণ।
লেখকঃ কবি,কলামিষ্ট, উপদেষ্টা সদস্য, বাংলাদেশ কৃষক লীগ।

আজ  অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের শুভ জন্মদিন। বঙ্গনিউজ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ।

বাংলাদেশ সময়: ১৯:০০:৫০ ● ৫৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ