অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা “নারী তুমি - বলে দাও ”

Home Page » সাহিত্য » অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা “নারী তুমি - বলে দাও ”
সোমবার ● ১৭ এপ্রিল ২০২৩


নারী তুমি - বলে দাও

নারীর হাঁটতে ভয়
কথা বলতে ভয়
তর্ক করতে ভয়
ঠোঁটের চর্চা করলে
ব্যঙ্গ করে বলে তসলিমা নাসরিন।

চূল খুলে হাঁটলে
যুক্তির ঝাপি খুললে
মিথ্যার মুখে ঢেলে দিলে বিঁষ
করলে শুদ্ধ উচ্চারণ আঙ্গুল তুলে
বলে মুখরা রমনী বেশ্যা।

চর্যাপদে নারী হয়রানির ব্যাখা
হেরেমখানায় বন্দি করে রাখা হতো
সূর্যের আড়ালে অন্ধকারে নিমজ্জিত ছিলো জীবন।

স্বর্গ লাভের ধোকা দিয়ে
স্বামীর চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারতো
নারী বেঁচে আছে কি ভয়ঙ্কর বেদনা নিয়ে।

যত ভয় নারীত্বকে নিয়ে
হত্যা, ধর্ষণ, নির্যাতন
বাড়ে বাড়ুক যত বিডম্বনা
হাত খুলে সচারাচর কেউ পাশে দাঁড়ায় না।

অথচ ফুটবে না বাসরের ফুল
ঘুরবেনা জীবনের চাকা
লাগবে সব ফাঁকা ফাঁকা আকাঁবাকা
নারীর স্পর্শ ছাড়া।

নারীই মানবের জীবন দাতা
প্রথম তুষ্ণা নিবারণে স্তন দাতা
সৃস্টির জয়ে ক্ষয়ে সেও অংশিদার
মুখ ঘুরালে জ্বলবে না মঙ্গল প্রদীপ
সে কি করেছে কার ক্ষতি।

হে নারী, তুমিও সৃস্টির সেরা জীব
কেন বায়বীয় ভয়।ভয়কে আগুনে পোড়াও
ভয়ের শেখর উপড়ে ফেলে
হাতের বিরুদ্ধে হাত রেখে সাপ লুডু খেলো।

নারী তুমি ব্যার্ঘ কন্ঠে গর্জে ওঠে
বলে দাও — আমি কি ডরাই
নারী পুরুষে সমাধিকার করতে উদ্ধার
সংবিধানের লতা পাতায় ঘুরে বেড়াই।

বাংলাদেশ সময়: ২০:০৭:০৯ ● ৪৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ