মধ্যনগরে ভিডব্লিউবি’র চাল বিতরণ

Home Page » অর্থ ও বানিজ্য » মধ্যনগরে ভিডব্লিউবি’র চাল বিতরণ
বুধবার ● ১২ এপ্রিল ২০২৩


মধ্যনগরে ভিডব্লিউবি’র চাল বিতরণ

সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি :
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ভিডব্লিউবি’র ২৭৬ জন কার্ডধারীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে বরাদ্দকৃত তিন মাসের ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে এ চাল বিতরণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৩-২৪ চক্রের চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার,উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিক আল আমিন , ইউপি সদস্য দেলোয়ার হোসেন , সুজন মিয়া, কামাল মিয়া, আবুল কাশেম, আমানউল্লাহ , ফরিদ মিয়া, এখলাছ উদ্দিন, আব্দুস ছামাদ, নুরুজ্জামান সিদ্দিকী,শামসুন্নাহার বেগম, রাজিয়া খাতুন,মমতাজ বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩৬:৫৩ ● ৬৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ