অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ‘যতপাই ততচায়’

Home Page » সাহিত্য » অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ‘যতপাই ততচায়’
বুধবার ● ১২ এপ্রিল ২০২৩


যতপাই ততচায়

সৃষ্টির অস্থিত্বের ধ্বংসের জন্য
সে নিজেই দায়ী
নিজেই ভাঙ্গে মাথায় কাঁঠাল
কাকে কেন করবে বিবাদী।
হাত থাকতে হাতের যত্ন করিনি
করিনি মেধার চর্চা
আরাম আয়েশ করেছি মেলা
এখন খুঁজি খারিজের পরসা।
কত রাজা বাদশা এলো গেলো
রইলো না স্থায়ী বেশ
হাতের ছোঁয়া পায়ের ফিঙ্গার প্রিন্ট
রাজত্ব হলো শেষ।
ঘোড়াশালের হাতি ঘোড়া
বাইজিশালার নর্তকী
আলো ঝলমল ঝাড়বাতি
আরো কতো কী।
রাজ্য গেলো শুধু রেশারেশিতে
আদিপত্য বিস্তারের নেশায়
বেঈমান মীরজাফর আনলো ডেকে
ধ্বংস ক্ষমতার আশায়।
সৃস্টির চিরাচরিত কুখ্যাত চক্রান্ত
দেখেও কেন হইনা সচেতন
কেন চিনতে পারিনা শত্রু মিত্র
দুধের মাছিরে করি আপন।
ভুলের রাজ্যে ফুল চাষ করি
দুধের সর তুলে খাই
হীরা মানিক আরো কত কিছু
যতপাই ততচাই।

সাধারণ মানুষের সঙ্গে লেখক ড. গোলসান আরা বেগম

বাংলাদেশ সময়: ০:০৯:০৯ ● ৪৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ