ইমাম সিকদারের কবিতা - ‘চিঠি আসবে’

Home Page » সাহিত্য » ইমাম সিকদারের কবিতা - ‘চিঠি আসবে’
মঙ্গলবার ● ১১ এপ্রিল ২০২৩


চিঠি আসবে
কালো চুল সাদা হলো
জ্যোতি গেলো কমে
আগের মতো শুনতে পাইনা
বয়স গেলো নুইয়ে ।
চলার পথে সোজা হয়ে
পারছিনা তো চলতে,
কোমর ব্যাথা হাঁটু ব্যাথা
ছাড়ছে না পিছু যমে ।
যৌবন গেলো কোন সময়ে
পারছি না তো বলতে,
পাপের বোঝা ভারী হলো
মরণ বুঝি ডাকছে ।
হঠাৎ করে আসবে চিঠি
দেখতে পাবেনা বাহক কে,
আত্মীয় স্বজনরা পাশে থাকবে
উড়ে যাবে প্রাণ পাখিরে ।
যার যার স্থানে সাধু সবাই
অন্তর দৃষ্টিতে না,
মরার আগে ভাবরে মন
সময় পাইবে না ।

ইমাম সিকদার

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৯ ● ৭৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ