আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়ছে তাপমাত্রা

Home Page » জাতীয় » আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়ছে তাপমাত্রা
সোমবার ● ১০ এপ্রিল ২০২৩


আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়ছে তাপমাত্রা

বঙ্গনিউজঃ      সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশেই দিনের তাপমাত্রা বাড়তে পারে। আজ সোমবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৬ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ