মধ্যনগরে টিসিবির পণ্য বিতরণ
Home Page »
সারাদেশ »
মধ্যনগরে টিসিবির পণ্য বিতরণ
সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি, বঙ্গ-নিউজ :
মঙ্গলবার(৪ এপ্রিল) দিনভর মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ।
ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ৮৮৫ জন কার্ডধারীদের কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ৪৭০ টাকা মূল্যের এসব পণ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা।
উপকারভোগী ৬নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘কমদামে টিসিবি’র পণ্য পেয়ে আমরা উপকৃত হয়েছি।এজন্য প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।’
ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, টিসিবির পণ্য পেয়ে উপকারভোগী মানুষ অনেক আনন্দিত।বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের গরীব ও মেহনতী মানুষকে ভর্তুকি মূল্যে এসব পণ্য তাদের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:০৭:২২ ●
৪২৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)