বঙ্গ-নিউঝ: রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে সেখানে বড় ধরনের তৎপরতা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ সকালে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, ‘আমরা বড় ধরনের উদ্ধার তৎপরতা শুরু করতে পারছি না। তবে যতটুকু সম্ভব কাজ চালিয়ে যাচ্ছি। ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বেসমেন্টে পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। সেখানে বড় ধরনের তৎপরতা শুরু করলে ক্ষতি হয়ে যেতে পারে।’
advertisement
মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি সাততলা ভবনে এ বিস্ফোরণ হয়। এতে ওই ভবনের পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নিহতের স্যংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন।
advertisement
গতকাল বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। পরে ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজে বিরতি দেয় ফায়ার সার্ভিস।