বঙ্গ-নিউজ: পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা।
এই সম্মেলন হবে হবে এলডিসি বা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল থানির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বল্পমূল্যে বাংলাদেশকে জ্বালানি তেল দেওয়ার জন্য কাতারের সহায়তা চাইবেন।
এছাড়া সম্মেলন চলাকালে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।
পঞ্চম এলডিসি সম্মেলন কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সেখানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন শেখ হাসিনা।