মধ্যনগরে যুবলীগের সম্মেলন কে কেন্দ্র করে সাজ সাজ রব

Home Page » সারাদেশ » মধ্যনগরে যুবলীগের সম্মেলন কে কেন্দ্র করে সাজ সাজ রব
শনিবার ● ৪ মার্চ ২০২৩


ফাইল ছবিস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে জমে উঠেছে পদ প্রত্যাশী নেতা কর্মীদের দৌড়ঝাঁপ। পদ প্রত্যাশী নেতা কর্মীদের মধ্যে যার যার অবস্থান থেকে কেউ বা ব্যানার পেস্টুন টানিয়ে আবার কেউ বা মোটর সাইকেল শোডাউন করে উপজেলা কমিটির কাছে যার যার শক্ত অবস্থান জানান দিচ্ছেন। আগামী ৬ মার্চ বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে হিসেবে ২ হালির উপরে নেতা কর্মী মাঠে আছেন।  তৃণমূলের অংশগ্রহণে  সম্মেলন কে সফল করার স্বার্থে জনসংযোগ করে যাচ্ছেন পদ প্রত্যাশীরা। সভাপতি প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে  মাঠে আছেন মোজাম্মেল হক মোশারফ।এছাড়াও তার নিকতম প্রতিদ্বন্ধী হিসেবে মাঠে আছেন লেলিন সরকার, মলয় তালুকদার মিঠু,জোনেল মিয়া ও শেখ রাজু আহম্মেদ।সাধারণ সম্পাদক হিসেবে মাঠে আছেন জাকির হোসাইন, সোহাগ আহমেদ ও বিজয় বিশ্বাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সম্মেলন উদ্বোধন করবেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার।

এতে সভাপতিত্ব করবেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন। মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ বলেন,সামনে আমাদের জাতীয় সংসদ  নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূলের মতামতের ভিত্তিতে  মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী পরিবারের নেতা কর্মীদের দিয়ে একটি স্মার্ট কমিটি গঠণ করা হবে।এবং হাইব্রিড ও অনুপ্রবেশকারী রা যাতে কমিটিতে কোনো স্থান না পায় সে দিকে আমরা খেয়াল রাখব।

বাংলাদেশ সময়: ১৯:২১:৩২ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ