বঙ্গ-নিউজ: যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন পেয়েছে বাংলাদেশের ১৮৮টি কারখানা। লিড সনদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০টি কারখানার মধ্যে বাংলাদেশেই আছে ৮টি।
বাংলাদেশের ‘গ্রীন টেক্সটাইল লিমিটেড’ হলো বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া পরিবেশবান্ধব কারখানা। আগে এই স্বীকৃতি ছিল ইন্দোনেশিয়ার। প্রতিষ্ঠানটি ১১০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১০৪ নম্বর পেয়েছে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘রানা প্লাজা কারখানা ধসের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ তৈরি পোশাক খাত। তখন ব্যবসা টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়ে। তখন আমরা কারখানা ও শ্রমিকের কর্মপরিবেশ নিরাপদ রাখার জন্য বিনিয়োগ শুরু করি। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এখন বিশ্বে সবুজ কারখানা হিসেবে নেতৃত্ব দিচ্ছে।’ বিজিএমইএ জানিয়েছে, বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন কারখানার মধ্যে বাংলাদেশেই আছে ৫০টি।
ইউএসজিবিসি তথ্য অনুসারে, বর্তমানে দেশের পোশাকশিল্পে প্ল্যাটিনাম ক্যাটাগরির কারখানা আছে ৬৪টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি। এছাড়া ৫৫০টি কারখানা ইউএসজিবিসির এলইইডি সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে।