ভূমিকম্প এবার বাংলাদেশের কক্সবাজারে

Home Page » জাতীয় » ভূমিকম্প এবার বাংলাদেশের কক্সবাজারে
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩


-কক্সবাজারে ভুকম্পণ

বঙ্গ-নিউজ: বর্তমান সময়ে এক মুর্তিমান আতঙ্কের নাম ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়ার পর এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার সেই তালিয়ায় যুক্ত হলো বাংলাদেশ। রিখটার স্কেলে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, আজ বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে কম্পনটির উৎপত্তি হয় বলে জানান তিনি।

ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। কক্সবাজারে অনুভূত হওয়া কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১০। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:২০:৪৩ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ