রেললাইন -হাসান মিয়া

Home Page » সাহিত্য » রেললাইন -হাসান মিয়া
মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৩


রেললাইন

হাসান মিয়া

মস্তবড় রেললাইনের ধারে

শান্ত বিকেলে শরতের সুরে,

ঘুরি আনমনে যেন ভবঘুরে।

বাহঃ কি! অপূর্ব এই অপরাহ্ণ।

ডালে ডালে পাখিরা গায় গান

অপরুপ মহিমায় ধরা গরিয়ান।

অফুরন্ত শোভা রেললাইনের দু-ধার

শস্য শ্যামল খেত পাশে জলাধার।

দু-ধার ঘেঁষি কত বিটপী শ্রেণী,

দাঁড়িয়ে আছে সারি সারি।

রেললাইনের পাশে ছেলেমেয়ে গুলো

দৃষ্টিমেলে আপনমনে অপেক্ষমান

কখন আসবে রেলগাড়ি

দাঁড়িয়ে আছে হাতে লয়ে সাঁন।

ক্ষণকালে দেখি তোরে আসে গাড়ি,

ঝগঝগাঝগ শব্দ করি।

ছেলেমেয়ে গুলো দেখে আনন্দমুখর।

অক্ষির দৃষ্টি যায় যতদূর,

চেয়ে আছে শিশুলো ঠিকততদূর।

রেল ছুটে যায়, যায় যতদূর

অবুঝ শিশুলো খুব দেয় দৌড়।

আসমানেতে দেখি আমি

গগণ ঘন নীল, নীলিমার মেলা

তারই মাঝে সাদা আভা করছে খেলা

দেখে যেন মনে হয় আলোর ভেলা।

একধারে কাশবন দেখি মনোরম

ফুলগুলো দোলে বইলে সমীরণ।

সমুক্ষে দেখি এক আলগা বাড়ি

এরই মাঝে দেখি ঘাস খাচ্ছে গাভী

পশ্চাতে দাঁড়িয়ে রয়েছে গৃহকর্তী।

খেদিয়ে খেদিয়ে গাভী নিচ্ছে বাড়ি।

বেলা ফুঁড়িয়ে আসে রাঙা গোধূলি

আর তখনি আমি ফিরেছি বাড়ি।

---

বাংলাদেশ সময়: ২:০০:৩৯ ● ৬৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ