সিরিয়ায় ইসরায়েলের হামলা, ফার্মাসিস্ট, ডাক্তার, প্রকৌশলী নিহত

Home Page » জাতীয় » সিরিয়ায় ইসরায়েলের হামলা, ফার্মাসিস্ট, ডাক্তার, প্রকৌশলী নিহত
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩


ইসরায়েলের হামলায় নিহত  লিলিয়ান ওউদা, আসিফ মাহমুদ,এবং  আহমেদ আলী

বঙ্গ-নিউজ: সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশেপাশের বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে রোববার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় অন্তত পাঁচজন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ, ফার্মাসিস্ট এবং প্রকৌশলী ছিলেন। খবর প্রেসটিভি।

হামলার পরদিন সিরিয়ার সোশ্যাল মিডিয়া খবর থেকে জানা গেছে, ইসরায়েলি হামলায় নিহত পাঁচজনের মধ্যে ফার্মাসিস্ট লিলিয়ান ওউদা, কার্ডিওলজিস্ট আসিফ মাহমুদ এবং প্রকৌশলী ডিন শরফ আমজাদ আহমেদ আলী রয়েছেন।

দামেস্কের সংবাদ সংস্থা আল-মায়াদিন বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার আল-সুওয়াইদার উত্তরে শাহবা শহরের কাছে তাল আল-মাসিহসহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েল।

তবে রাজধানীর কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটি শহরের ওমাইয়াদ স্কয়ারের কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকা।

আরব নিউজ জানিয়েছে, রোববার শেষ রাতের দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সিরিয়ার রাষ্ট্রীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দামাস্কাসের আকাশে ইসরায়েলের ছোড়া লক্ষ্যবস্তুর মুখোমুখি হয়েছিল।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের হামলায় একজন সেনাসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন আহত হয়েছে; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ১২ দিনের মাথায় দেশেটিতে এমন ন্যাক্কারজনক আক্রমণ চালালো ইসরায়েল। এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সেই সঙ্গে কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, সপ্তাহের শুরুতে দেশটির মধ্যাঞ্চলীয় একটি শহরের কাছে দায়েশ তাকফিরি নামের ‘জঙ্গি গোষ্ঠীর’ অতর্কিত হামলায় ৫৩ জন নিহত হওয়ার একদিন পরে এ হামলা চালিয়েছে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ২০:২২:৫৯ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ