আজ দুপুরে হঠাৎ ইউক্রেনে জো বাইডেন

Home Page » জাতীয় » আজ দুপুরে হঠাৎ ইউক্রেনে জো বাইডেন
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩


আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি

বঙ্গ-নিউজ: আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ দুপুরে হঠাৎ কিয়েভের আকাশে এয়ার সিকিউরিটি অ্যালার্ট জারির পর থেকে বাইডেনের সফরের গুঞ্জন ওঠে। এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে বাইডেনের আনুষ্ঠানিক ছবি প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেল।

জানা গেছে, কিয়েভে পৌঁছে জো বাইডেন সেখানকার মিহাইলোভস্কি ক্যাথেড্রালে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। পরে গির্জা থেকে বেরিয়ে তিনি কিয়েভের পথে কিছুক্ষণ হাঁটেন। এ সময় তিনি ইউক্রেনের জন্য নতুন ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেন।

এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একদল সদস্য কিয়েভ সফর করছে। কিয়েভের একটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে ইসরায়েলি এমপিদের সঙ্গে বাইডেনের একটি ছবি প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি আইনপ্রণেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ সফরে গেছে।

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশে বিকেল ৩টা) কিয়েভের মধ্যাঞ্চলে বেশকিছু সড়কে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। অনেকে তখন ধারণা করছিলেন, ইসরায়েলি এমপিদের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৯ ● ৪১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ