ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট

Home Page » জাতীয় » ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখার বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রিট
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি-হাইকোর্ট

বঙ্গ-নিউজ: পরিচয় শনাক্তে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ যে নোটিশ দিয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ।

আইনজীবী মো. ফয়জুল্লাহ বলেন, ‘ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে বলার ওই বিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তি স্থগিত চাওয়া হয়েছে। রিট আবেদনে ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যান সৈয়দ মো. আজিজুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে।’

বাংলাদেশ সময়: ২০:১৪:১২ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ