বহিঃশক্তিকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » বহিঃশক্তিকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে:প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো বহিঃশক্তির আক্রমণ হলে, আমরা প্রতিহত করতে প্রস্তুত। বহিঃশক্তিকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে উপযুক্তভাবে গড়ে তোলা হচ্ছে। তবে বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। আজ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ বঙ্গবন্ধুর এই পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী আমরা।

সেনাবাহিনীর আধুনিকায়নের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাওয়া-জাজিরায় শেখ রাসেল সেনানিবাস প্রতিষ্ঠিত হয়েছে এবং মিঠামইন, রাজবাড়ী ও ত্রিশালে নতুন সেনানিবাস নির্মাণের কাজ চলছে। চট্টগ্রাম ও কক্সবাজারে আর্মি এভিয়েশন ফরওয়ার্ড ঘাঁটি এবং লালমনিরহাটে এভিয়েশন স্কুল নির্মাণের কাজও চলছে। তিনি বলেন, প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক ও যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, সরকার বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করতে চায়। এজন্য আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

বাংলাদেশ সময়: ২০:২৯:০২ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ