ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট,উৎপত্তিস্থল মেঘালয়

Home Page » জাতীয় » ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট,উৎপত্তিস্থল মেঘালয়
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি- ভারতের মেঘালয় ও সিলেট

বঙ্গ-নিউজ: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে স্বল্পমাত্রার এক ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের জেলা সিলেট। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলা।

মেঘালয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯:২৬ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশে সময় ছিল সকাল ৯:৫৬ মিনিট।

ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ৯ ছিল বলে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলে জানিয়েছে।

এনসিএসের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার গভীরে। অন্যদিকে ইউএসজিএস বলেছে, ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভারতের মেঘালয়, আসাম রাজ্যের পাশাপাশি বাংলাদেশের সিলেটেও এ ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৩ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ