শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক

Home Page » জাতীয় » শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি-বাংলাদেশ হাইকোর্ট

বঙ্গ-নিউজ: শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বৈবাহিক অবস্থা প্রকাশ বাধ্যতামূলক করা যাবে না।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি বলেছেন, এই রায়ের পরে কোনো শিক্ষার্থীকে ভর্তির সময় তার বৈবাহিক অবস্থা প্রকাশে বাধ্য করা যাবে না।

এর আগে এ বিষয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহরিয়া ফেরদৌস একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২০:০০:১৮ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ