সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৪৯: স্বপন চক্রবর্তী

Home Page » সাহিত্য » সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৪৯: স্বপন চক্রবর্তী
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি-কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল; বহু বিশ্রুত ও বিস্ময়কর এক প্রতিভা: পর্ব-৪

৩/৪, সি , তালতলা লেনের বাড়িতে ১৯২১ ক্রীষ্টাব্দের আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে নজরুল তাঁর বিখ্যাত “ আনোয়ার” ”কামালপাশা” ভাঙ্গার গান,ও বিদ্রোহী “ রচনা করেন। তালতলা লেনের বাড়িতে ১৯২১ খ্রীস্টাব্দের ডিসেম্বর মাসে মুজফ্ফর আহমেদ ও তাঁর রাজনৈতিক সহকর্মীগণ ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করার সিদ্ধান্ত নেন। পার্টি গঠনের এই প্রথম পরিকল্পনায় নজরুলও তাদের সঙ্গে ছিলেন বলে মুজফ্ফর আহমদ তাঁর স্মৃতি কথায় লিখেছেন,
“ ১৯২১ সালের শেষাশেষিতে আমরা এদেশে কমিউনিস্ট পার্টি গড়ে তুলবো বলে স্থির করেছিলাম। কাজী নজরুল ইসলামও আমাদের এই পরিকল্পনায় ছিল। ভারতের কমিউনিস্ট পার্টি গঠন এবং নজরুলের “ভাঙ্গার গান” ও বিদ্রোহী রচনা একই বাড়িতে একই সময়ের ঘটনা। তালতলা লেনের বাড়িতে থাকাকালীন সময়ে মস্কো থেকে এম এন রায় প্রেরিত দূতের মাধ্যমে মুজফ্ফর আহমদ ও নজরুলের ” কমিউনিস্ট ইন্টারন্যাশনাল“ এর সঙ্গে যোগাযোগ হয়। তালতলা লেনের এ বাড়িতে নিয়মিত খ্যাতিমান কবি সাহিত্যিকদের আগমন ঘটত। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এ বাড়িতে এসেছিলেন নজরুলের সঙ্গে দেখা করতে। দুরারোগ্য ব্যাধিতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার বেদনায় সত্যেন্দ্রনাথ দত্ত “ খাঁচার পাখি “ কবিতায় (মুসলেম ভারত ভাদ্র ১৩২৮ ) লিখেছিলেন-
ঘেরা টোপের অন্ধকারে
বন্দী আছি সঙ্গী নেই;
ব্যথার ডালি ব্যর্থ জীবন
ডুবিয়ে দিয়ে সঙ্গিতেই।
অসাড় ডানা ঝাপসা দুচোখ,
খাঁচার জীবন একটানা,
তার মাঝে আজ উঠলো কি ঢেউ ?
দখিন হাওয়া দেয় হানা।

নজরুলের দরদী মন কবি সত্যেন্দ্রনাথ দত্তের বেদনা উপলব্দি করতে পেরে ছিল, “ খাঁচার পাখি “ পাঠ করে তিনি ” মুসলেম ভারত “ পরের সংখ্যায় লিখেছিলেন, “দিলদরদী” কবিতা, যার প্রথম ও শেষাংশ উদ্ধৃত করা যেতে পারে-

কে ভাই তুমি সজল গলায় গাইলে গজল আফসোসের ?
ফাগুন বনের নিবল আগুন লাগল সেথা ক্ষোবের।
…………
বাদশা কবি । সালাম জানায় বুনো তোমার ছোট্ট ভাই,
কইতে গিয়ে অশ্রুতে মোর যায় ডুবে যায় সব কথাই।

নজরুলের এই দরদী সমবেদনা কবি সত্যেন্দ্রনাথ দত্তকে মুগ্ধ করেছিল এবং স্বয়ং ৩/৪ সি তালতলার বাড়িতে এসে ছিলেন নজরুলের সঙ্গে দেখা করতে। ( চলবে )

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৪ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ