রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম এবার বিকল্প পথে

Home Page » জাতীয় » রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম এবার বিকল্প পথে
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি- রূপপুর মারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

বঙ্গ-নিউজ::মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ মোংলা বন্দরে ভিড়তে না পারায় এবার বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পাঠানোর কথা জানিয়েছে রাশিয়া। সেই সময় পণ্য খালাসে তৃতীয় কোনও দেশের সহযোগীতা না পেলে জাহাজটি মস্কোয় ফিরে যায়।

রুশ কোম্পানি রোসাটমের বরাত দিয়ে  দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পণ্য পরিবহনে বিলম্বের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও প্রভাব পড়বে না।

গেল ২২ ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলমের সঙ্গে আলোচনা হয়। সেই সময় তাকে ঢাকার অবস্থান পরিস্কার করা হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ‘আমরা বিব্রত। নিষেধাজ্ঞা আছে; এমন জাহাজে রাশিয়া পণ্য পাঠাবে, এটি আশা করিনি আমরা।’

জানা গেছে, গেল অক্টোবর মাসে মোংলা বন্দরে হয়ে রূপপুর প্রকল্পের পণ্য পাঠানোর জন্য বাংলাদেশের অনুমতি চায় রাশিয়া। পণ্যবাহী জাহাজটির নাম ‘স্পার্টা-৩’ বলে তখন তারা জানিয়েছিল। কিন্তু জাহাজটির ওপর নিষেধাজ্ঞা থাকায় সেটির নাম পরিবর্তন করে ‘উরসা মেজর’ নাম দেয় তারা। কিন্তু আন্তর্জাতিক নিয়মে থাকা জাহাজটির নম্বর পরিবর্তন করেনি তারা। ফলে বিষয়টি সবার নজরে ধরা পড়ে।

রুশ জাহাজে নিষেধাজ্ঞা নিয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘মার্কিন আইন অনুযায়ী নিষেধাজ্ঞা থাকা এমন জাহাজ ব্যবহার করা হলে কিংবা যারা করবে, তাদের ওপরও নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাই এটি বাংলাদেশের জন্য কিছুটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।’

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৫ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ