প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সৌজন্য সাক্ষাৎ

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সৌজন্য সাক্ষাৎ
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি-প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক শোলে

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। আজ বুধবার সকালে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আলোচনায় দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় তার। এর আগে, সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেসের সঙ্গে বৈঠক করেন ডেরেক শোলে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় আসেন শোলে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দিনের সফর শেষে আজই ঢাকা ছাড়বেন ডেরেক শোলে।

কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি র‌্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বরাবরের মতোই জোর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:২৩:৫০ ● ৩৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ