শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৩
ফেসবুকে বেশি সময় দেওয়া তালিকায় আছে বাংলাদেশ!
Home Page » জাতীয় » ফেসবুকে বেশি সময় দেওয়া তালিকায় আছে বাংলাদেশ!বঙ্গ-নিউজ::
ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা তিন দেশের তালিকা করেছে মেটা। এই তিন দেশের মধ্যে আছে বাংলাদেশের নাম। ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেটা। খবর এনডিটিভি
ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেওয়া ৩ দেশের তালিকায় আছে বাংলাদেশ
সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের মানুষ।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন গড়ে প্রায় ২০০ কোটি মানুষ একবার হলেও ফেসবুকে প্রবেশ করেছে। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। মূলত বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের ফেসবুকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি।
শুধু দৈনিক ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক ব্যবহারকারীর তালিকায়ও শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। অন্য দুই দেশ হলো ভারত ও নাইজেরিয়া।
বাংলাদেশ সময়: ২০:২৫:৫১ ● ২৯১ বার পঠিত