শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করছে একটি গোষ্ঠী:শিক্ষামন্ত্রী

Home Page » জাতীয় » শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করছে একটি গোষ্ঠী:শিক্ষামন্ত্রী
শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৩


শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি

বঙ্গ-নিউজ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার করছে একটি গোষ্ঠী।

আজ দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের শিক্ষাক্রম নিয়ে কতো রকমের কথা বলা হচ্ছে, এরমধ্যে অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে সেখানে আমরা নিশ্চয়ই সংশোধন করেছি এবং করব বলে জানান মন্ত্রী।

‍যখনই ভুল চিহ্নিত হবে, তখনই সংশোধন হবে। কিন্তু যে মিথ্যাচার ও অপ্রচার চলছে সেটি উদ্দেশ্যমূলক। কারণ একটি গোষ্ঠী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে এর পেছনে লেগেছে বলেন দীপু মনি।

শিক্ষাক্রম পরিবর্তনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখন পদ্ধতি যে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং সেটির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যে আনন্দময় শিক্ষা পাচ্ছে, সত্যিকার অর্থে শিখছে, যেটি তারা সারা জীবন ধারণ করবে, আত্মস্থ ও প্রয়োগ করতে পারবে প্রয়োজন মতো।’

মূল্যায়ন পদ্ধতিতে যে গুণগত পরিবর্তন এসেছে, এমন বিষয়টি সবাই এড়িয়ে যাচ্ছেন জানিয়ে দীপু মনি বলেন, সবাই একটি ভাসা ভাসা জিনিস নিয়ে কথা বলছি। একজন চিৎকার করছেন এবং অন্যরা তার সঙ্গে সুর মেলাচ্ছেন। যেটা অনর্থক।

নতুন শিক্ষাক্রমের অনেক গুণ ও উদ্দেশের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সমালোচনা করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যাচার করা হচ্ছে। যেগুলো শিক্ষার্থীদের উসকে দেবে। বরং তা করে এ শিক্ষাক্রমকে গঠনমূলক করার চেষ্টা এবং শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও সৃজনশীল কিভাবে করা যায়, সেসব বিষয়ে সবার কাছে পরামর্শ চান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০:১৬:২৮ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ