নাকানো থাকবে একদিন বাবা অন্যদিন মায়ের কাছে

Home Page » জাতীয় » নাকানো থাকবে একদিন বাবা অন্যদিন মায়ের কাছে
বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩


ফাইল ছবি-বাবার সাথে নাকানো লিনা ও নাকানো জেসমি

বঙ্গ-নিউজ: পর্যায়ক্রমে একদিন বাবা ও একদিন মায়ের হেফাজতে থাকবেন জাপানি বংশোদ্ভূত দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা। আগামী ১৬ ফেব্রুয়ারি আপিল শুনানি পর্যন্ত লিনাকে এভাবে রাখার আদেশ দিয়েছেন আদালত।

আজ আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন।

এর আগে দুই সন্তান নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকাকে নিয়ে আদালতে উপস্থিত হন তাদের বাবা-মা। তাদের উপস্থিতিতে শুরু হয় শুনানি। শুনানি শেষে বিচারক দুই সন্তানের সঙ্গে কথা বলেন। এরপর পরবর্তী আপিল শুনানি পর্যন্ত ছোট মেয়ে নাকানো লায়লা লিনা পর্যায়ক্রমে একদিন বাবা ও একদিন মায়ের কাছে রাখার আদেশ দেন আদালত।

এর আগে ২৯ জানুয়ারি বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে দুই শিশুকে মায়ের জিম্মায় রাখার পক্ষে রায় দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে প্রকৌশলী ইমরান শরীফ পারিবারিক আপিল আদালতে আপিল করেছেন। এ বিষয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।

২০০৮ সালে বিয়ে করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফ। কিন্তু দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ২০২১ সালে ইমরান বড় দুই মেয়ে জেসমিন মালিকা (১২) ও নাকানো লায়লাকে (১১) নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

মেয়েদের জিম্মা পেতে ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে আসেন শিশুদের মা। এরপর শুরু হয় তাদের সন্তান নিয়ে আইনি লড়াই।

বাংলাদেশ সময়: ২০:০৪:২৩ ● ৫৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ