রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম-৮
(পুর্বে উল্লেখ করেছিলাম, জনৈক সাংবাদিক পুলক ঘটক তার ফেসবুকে লিখেছিলেন তার ষষ্ঠ শ্রেণীর কন্যার ক্লাসে একজন শিক্ষিকা রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছেন – তার সম্পর্কে আমার আরও কিছু মন্তব্য। )
যে স্কুল শিক্ষিকা কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতেছেন যে, রবীন্দ্রনাথ তার বোনকে ( অনেকে বলেন নিজের মেয়েকে ) নজরুলের সাথে বিয়ে দিয়েছিলেন এবং তার মাধ্যেমে বিষ খাইয়ে ছিলেন, তাঁর মাথা নষ্ট করে দিয়েছেন, তাদের এ কথাটি স্মরণে রাখা উচিৎ যে, রবীন্দ্রনাথ ছিলেন ঠাকুর পরিবারের। আর প্রমিলারা ছিলেন সেনগুপ্ত পরিবারের। প্রমীলার বাবা মানিকগঞ্জের তেওতা রাজবাড়ির দেয়াল ঘেঁসেপ্রায় নিজের এক বিরাট বাড়িতে থাকতেন। প্রমীলা দেবী ছিলেন বসন্ত কুমার সেনগুপ্তের দ্বিতীয় স্ত্রী গিরিবালা দেবীর একমাত্র মেয়ে। বসন্ত কুমার চাকুরি করতেন ত্রিপুরা রাজ্যের নায়েবের পদে। পিতা বসন্ত কুমারের মৃত্যুর পুর্বে গিরিবালা দেবী প্রমীলাকে নিয়ে তেওতা গ্রামেই বসবাস করতেন। আর্থিক অসচ্ছলতা ও সামাজিক কারণে গিরিবালা দেবী বাধ্য হন মেয়ে প্রমীলা সেনগুপ্তাকে নিয়ে দেবর ইন্দ্রকুমার সেনগুপ্তের কুমিল্লা শহরের কান্দিরপার বাসায় চলে যেতে। ইন্দ্রকুমার সেনগুপ্ত কুমিল্লার কোর্ট অব ওয়ার্ডসের ইন্সপেক্টর পদে চাকুরি করতেন। ইন্দ্রকুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবীকে নজরুল মা বলে সম্বোধন করতেন এবং ভীষণ ভাবে শ্রদ্ধা-ভক্তি করতেন। নজরুলের জীবনীতে বহু স্থানে তার উল্লেখ রয়েছে। ”হারা ছেলের “ চিঠিতে নজরুল “মা” সম্বোধন করে বিরজা সুন্দরীকে উদ্দেশ্য করে লিখেছেন, “ যাক, সে রাত্রিতে শান্তির ঘুম ঘুমালাম, এই সুখে যে, আজ আমি ঘরের কোলে ঘুমাচ্ছি। ….তারপর, বুকে তীর বিঁধে আবার যখন আহত পাখিটির মতন রক্তবমন করতে করতে তোমার দ্বারে এসে লুটিয়ে পড়লাম,তখন তুমি আর মাসি-মা আমায় কী যত্নেই বুকে করে এসে তুলে নিলে। তোমরা আর আমার শিশু বোন কটিই আবার যমের দ্বার হতে আমায় ফিরিয়ে আনলে। আজ ভাবছি , কী ঘরের মায়ায় বনের হরিণকে মুগ্ধ করলে? আশীর্ব্বাদ করো মা, তোমাদের এই দেওয়া প্রাণ যেন তোমাদেরই কাজে লাগিয়ে যেতে পারি” । বসন্তকুমারের চাকুরিস্থল ত্রিপুরা রাজ্যেই জন্ম হয়ে ছিল প্রমীলা দেবীর। এ বিষয়েও মতদ্বৈততা রয়েছ। কারণ প্রমীলার মা প্রমীলাকে সঙ্গে নিয়ে কুমিল্লা গিয়ে ছিলেন। নজরুলের সাথে প্রমীলার প্রথম দেখা হয় ১৩২৭ সালের চৈত্রমাসে ( ১৯২১ সালের মার্চ-এপ্রিল ) কাকা ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসা কুমিল্লায়। (চলবে )