মোঃ আলমগীর হুমায়ূনের জীবনী

Home Page » সাহিত্য » মোঃ আলমগীর হুমায়ূনের জীবনী
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩


মোঃ আলমগীর হুমায়ূন

মোঃ আলমগীর হুমায়ূন এর জন্ম স্কুল লিভিং সার্টিফিকেট অনুসারে ১লা জানুয়ারী ১৯৭৫ সালে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন চরবয়েরা গ্রামে l তবে বড় চাচা আব্দুল হামিদ হাওলাদার এর লিখিত ডায়েরি অনুসারে তিনি বাংলা ১৩৭৭ সালের ২৫শে পৌষ রোজ সোমবার ঠিক ফজরের ওয়াক্তের সময় জন্মগ্রহণ করেন যা ইংরেজি ১৯৭১ সালের ৯ বা ১০ জানুয়ারী l পড়াশুনা : মাধ্যমিক ১৯৮৯, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ,উচ্চ মাধ্যমিক ১৯৯১,পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর l তিনি মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র ছিলেন l পড়াশুনার পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি ) রমনা রেজিমেন্ট অধীনস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট শাখার ক্যাডেট আন্ডার অফিসার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে সপ্তম আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স চাম্পিয়ানশিপ ১৯৯৬তে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত)১৫০০মি , ৫০০০মি ও ১০০০০ মিটার দৌড় ইভেন্টে অংশগ্রহণ করেন l পেশা : ব্যাংকিং ক্যারিয়ার শুরু ২০০০ সালের ২৮শে ফেব্রুয়ারী উত্তরা ব্যাংক লিমিটেড এ প্রবেশনারি অফিসার হিসেবে l

স্বপ্নচারী গ্রন্থ

২০১১ সালে একটি প্রাইভেট বিশ্যবিদ্যালয় থেকে এম .বি. এ. এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করেন l বর্তমানে একটি প্রাইভেট ব্যাংকে এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন l ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত l তার স্ত্রী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং একমাত্র কন্যা সন্তানের জনক l তাঁর লেখা প্রথম কবিতার বই “স্বপ্নচারী ” একুশে বইমেলা ২০২৩ এ বের হয়েছে গাঙচিল প্রকাশন থেকে l

বাংলাদেশ সময়: ১:৪১:৫০ ● ৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ