রুশ সেনাদের মোকাবেলায় ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি

Home Page » জাতীয় » রুশ সেনাদের মোকাবেলায় ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


সংগৃহীত-  যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভারী ট্যাংক

বঙ্গ-নিউজ:  যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন। ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো শুক্রবার বিএফএম টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান। খবর রয়টার্স।

ফরাসি টিভি স্টেশনে দেওয়া সেই সাক্ষাতকারে ভাদিম ওমেলচেংকো বলেছেন, ‘এখন পর্যন্ত, অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাংক সরবরাহ করার জন্য কিয়েভের সঙ্গে চুক্তি নিশ্চিত করেছে।’

তিনি বলেছেন, ‘প্রত্যেক ক্ষেত্রে সরবরাহের শর্ত পরিবর্তিত হয়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সাহায্যের প্রয়োজন।’ তবে প্রত্যেক দেশের ট্যাঙ্কের সংখ্যার কথা জানাননি ওমেলচেংকো।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এসব দেশ।

এদিকে রাশিয়া বলছে, পশ্চিমাদের এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের জন্য দুর্ভোগ বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৯:৫০:১৩ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ