লেখক বায়াজিদ গালিবের সংক্ষিপ্ত পরিচিতি

Home Page » সাহিত্য » লেখক বায়াজিদ গালিবের সংক্ষিপ্ত পরিচিতি
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


লেখক বায়াজিদ গালিব

বায়াজিদ গালিব। জন্ম সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে। শৈশব কেটেছে রাধানগর, মজুমদার পাড়া, পাবনা। তিনি পাবনা রেসিডেন্সিয়াল মডেল ইশকুল থেকে মাধ্যমিক, ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। জাপান থেকে সিরামিক প্রযুক্তির উপর ডিপ্লোমা সম্পন্ন করে বেঙ্গল ফাইন সিরামিকসে মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর আগ্রহ অপরিসীম, নব্বই দশকে বাংলাদেশ লালন স্মৃতি সংসদের সভাপতির দায়িত্ব পালন কালে বাংলাদেশের বাউলদের নিয়ে বাউল সম্মেলন করেন। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য ছিলেন। তার লেখালেখির শুরু ইশকুল জীবনে। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অনেক রম্য গল্প, কবিতা ও প্রবন্ধ ছাপা হয়েছে। বায়াজিদ ক্যালগেরিতে কবিতালোক সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সম্প্রতি তিনি আলবার্টা রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বর্তমান তিনি কানাডার, আলবার্টা প্রদেশের ক্যালগেরী শহরে বসবাস করছেন।

২০২৩ এর বইমেলায় প্রকাশিত ‘বাসর রাতের বিড়াল’
তাঁর প্রকাশিত রম্য গ্রন্থ সমূহঃ
যে দেশ দেশ না
গোলগাপ্পা
বাসর রাতের বিড়াল

একটি কাব্যগ্রন্থঃ
হৃদয়ের এ কূল ও কূল

বাংলাদেশ সময়: ১১:২৯:৪৪ ● ৫৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ