লেখক ও কবি গুলশান আরা রুবীর জীবনী

Home Page » সাহিত্য » লেখক ও কবি গুলশান আরা রুবীর জীবনী
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


 লেখক ও কবি গুলশান আরা রুবী

গুলশান আরা রুবী একজন বহুমাত্রিক প্রতিভাধর কবি, প্রাবন্ধিক ও লেখক।তিনি বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ সদরের মহনপুরে ১৭ ডিসেম্বর এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম প্রয়াত আব্দুর রহিম মাতা তৈয়বুন্নেছা খাতুন।বর্তমানে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন। ইতোমধ্যে তিনি ৩০ টির মতো বই লিখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো বাঙালি স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা,লন্ডনী বধুর আত্নকথা,আমার মনের কথা,ভালোবাসার রংধনু, অপেক্ষা, মানবিক মুল্যবোধ বিকাশে ইসলাম ও পারিবারিক নৈতিক জীবনের পরিচর্চা প্রভৃতি।
লেখালেখির জন্য তিনি পল্লী কবি জসিম উদ্দিন পদক,বীর প্রতিক কাঁকন বিবি সম্মাননা,অনলাইন লিটারেসি গোল্ডেন পদকসহ উল্লেখযোগ্য পুরষ্কারে ভূষিত হয়েছে।

গুলশান আরা রুবীর রচিত গ্রন্থসমূহঃ

১. আমার মনের কথা
২.অপেক্ষা
৩.ভালোবাসার কমলাদিঘি
৪.জীবন নদীর মোহনা
৫.লন্ডনী বধূর আত্নকথা
৬. না বলা কথা
৭.পারিবারিক জীবনে নৈতিক পরিচর্যা
৮.মন যার শাওনের মেঘ
৯.স্মৃতির পাতা
১০.কান্নার সুর
১১.ভালোবাসার রংধনু
১২.যুদ্ধ দিনের ভালোবাসা
১৩.স্বর্ণালী হৃদয়ে বর্ণালী প্রেম
১৪.মনের মাঝে তুমি
১৫.মানবিক মূল্যবোধ বিকাশে ইসলাম
১৬.THE WINDOW OF LOVELY NIGHT
১৭. বাঙালী স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা
১৮.কুরুক্ষেত্রের সমাধি
১৯.মাধুরী রাতের বাতায়ন
২০.হৃদয় পুড়া আর্তনাদ
২১.মানবজীবনে সাফল্যের স্বরূপ
#যৌথ_গ্রন্থ
২২.আকাশ ভরা জোসনা
২৩.স্বপ্ননীলের স্বপ্নছোঁয়া
২৪.জলের আড়ালে তৃষিত হৃদয়
২৫.সিনথিয়ার একঝাঁক তারা
২৬.কবির আল্পনা
২৭.রূপালী আলোর মিছিল
২৮.মহানায়কের মহান কীর্তি
২৯.প্রিয়জনের প্রিয়কথা
৩০.পয়মন্ত প্রথমা
৩১.HUMAN OF GLOBAL UNITY
৩২. সংহতি।

বাংলাদেশ সময়: ২:৫৪:৪১ ● ৩৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ