বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কখন

Home Page » জাতীয় » বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কখন
রবিবার ● ১৫ জানুয়ারী ২০২৩


আখেরি মোনাজাত কখন
বঙ্গনিউজঃ  বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রোববার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই এ আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

মোনাজাতের আগে ফজরের নামাজের পর থেকে বয়ান করে‌ছেন মাওলানা রবিউল হক। সকাল ৭টায় হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুর রহমান এবং তরজমা করবেন মাওলানা আব্দুল মতিন। সকাল সকাল ৯টা পর্যন্ত চলবে এ বয়ান। কিছুক্ষণ বিরতি পর তাশকিল ও হেদায়েতি বয়ান শুরু হবে। বয়ান করবেন ভারতের (হিন্দুস্তান) আল্লামা ইব্রাহীম দেওলা। বয়ান শেষে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শের ভিত্তিতে মাওলানা মোহাম্মদ জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম  এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:৪২:০২ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ