দেশব্যাপী বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Home Page » জাতীয় » দেশব্যাপী বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
বুধবার ● ১১ জানুয়ারী ২০২৩


দেশব্যাপী বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

সাজেদা আহমেদ; বিশেষ প্রতিনিধি, জলবায়ূ ও পরিবেশ,বঙ্গ-নিউজ:
আগামী ১৪ ই জানুয়ারি সন্ধ্যার পর থেকে ১৬ ই জানুয়ারি সকাল এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপর হালকা মানের (১০ মিলিমিটার এর কম) বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। তবে কোন-কোন জেলায় স্থানীয় ভাবে ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এখানে উল্লেখ্য যে সম্ভব্য এই বৃষ্টি বর্ষাকালের মতো এক নাগারে হবে না কোন স্থানেই। বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের জেলাগুলোতে। তবে বরিশাল ও চট্টগ্রামে বিভাগের জেলাগুলোর পাশে অবস্থিত ঢাকা বিভাগের অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির ঠিক পরেই আবারও দেশব্যাপী আর একটি শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো জানুয়ারির ১৬ তারিখ থেকে শুরু করে জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত। এই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৪:১৭ ● ৪৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ