হাওরকবির ৩৬ তম জন্মদিন ও হাসুস’র ৬ষ্ঠ বর্ষ পদার্পণে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত

Home Page » আজকের সকল পত্রিকা » হাওরকবির ৩৬ তম জন্মদিন ও হাসুস’র ৬ষ্ঠ বর্ষ পদার্পণে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০২৩


 

 

 

 

---

হাওরের সাড়া জাগানো সাহিত্য ও সেবামূলক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ ‘র প্রতিষ্ঠাতা প্রধান,কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগার বংশীকুন্ডা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি,সিলেটের জনপ্রিয় ডিজিটাল শিক্ষার ফ্ল্যাটফর্ম “হাসুস অনলাইন স্কুল”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,জনপ্রিয় হাওরের অনলাইন মুক্তকোষ “হাওরপিডিয়া”র সম্পাদক, সময়ের অন্যতম বিশিষ্ট হাওরবাদী লেখক,শিক্ষক,কলামিস্ট হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের ৩৬ তম জন্মদিন ও হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার সিলেটের আম্বখানাস্থ ঐতিহ্যবাহী ফুড প্রতিষ্ঠান টেস্টি ট্রীটে কেক কেটে ও মিষ্টি আপ্যায়নের দিয়ে এক সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে মূল প্রোগ্রামটি সভাপতিত্ব করেন সিলেটের সাহিত্য জগতের নিয়মিত লেখক, বিশিষ্ট বিশিষ্ট কবি ও ছড়াকার মনজুর মোহাম্মদ এবং পরিচালনা করেন হাসুস বাংলাদেশ’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তরুণ কবি,গল্পকার জেনারুল ইসলাম,প্রোগ্রামটি সমন্বয় করেন হাসুস বাংলাদেশ’র কেন্দ্রীয় সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকার।
এসময় উপস্থিত সকলে হাওরকবি ও হাসুস’র সার্বিক মঙ্গল কামনা করে।


এসময় উপস্থিত গুণীজনরা হলেন-গাঙচিল সাহিত্য পরিষদের লেখিকা সংঘের সুনামগঞ্জের সভাপতি, ত্রৈমাসিক অঙ্গজা সম্পাদক,  আনোয়ারা খাতুন,গাঙ্গুর সম্পাদক কবি অসীম সরকার, দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আব্দুল কাদির জীবন,মুজিবুর রহমান,গয়াছ মিয়া মজুমদার,মোঃ মানিক নূর, রোমান মিয়া প্রমূখ।


জানতে চাইলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন“ এই প্রোগ্রামটি আয়োজন করে আমাকে সকলে ঋণী করে রাখলেন,আমি কর্মের মাধ্যমে এই ঋণ পরিশোধ করতে বদ্ধ পরিকর, এজন্য সকলের দোয়া/আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি।”

পরে ফটোশেসনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি টানা হয়।


বাংলাদেশ সময়: ১৯:৫৫:১১ ● ৩৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ