ফখরুল-আব্বাসের জামিন স্থগিতের আবেদন

Home Page » আজকের সকল পত্রিকা » ফখরুল-আব্বাসের জামিন স্থগিতের আবেদন
বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩


 ---

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্ট থেকে জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না বিএনপির এই দুই নেতা।

হাইকোর্ট বিভাগ মঙ্গলবার তাদের জামিনের যে আদেশ দিয়েছিলো সেটি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদন নিয়ে শুনানির জন্য রবিবার ধার্য্য করেছে চেম্বার আদালত। শুনানিটি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

তাদের আইনজীবীদের একজন কায়সার কামাল বিবিসি বাংলাকে বলেছেন, “রবিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। সে পর্যন্ত দুই নেতা মুক্তি পাচ্ছেন না”।

গত সাতই ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি কর্মীদের এক সংঘর্ষের পর দায়ের করা মামলায় আটই ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন দলটির এই দুই নেতা।

মঙ্গলবার তাদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলো হাইকোর্ট।

একই সাথে তাদের কেন জামিন দেয়া হবে না সে মর্মে রুল জারি করেছিলো আদালত। সরকারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিলো।

আদালতের এই রায় স্থগিত চেয়ে আজ বুধবার চেম্বার আদালতে গিয়েছিলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৮ ● ৫৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ