লিটন-কানন জাবি যুগল

Home Page » Wishing » লিটন-কানন জাবি যুগল
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০২৩


লিটন-কানন

মোহাম্মদ কাসেম শিখদার ও শামীম আরা কানন দম্পতি বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করেছেন। শিখদার বিভাগের সপ্তম ব্যাচ এবং কানন একাদশ ব্যাচ।
দুজনের পরিচয় জাবি ক্যাম্পাসে। তপোবনে তপস্যায় নিমগ্ন সকলের মাঝে দুজনের সখ্যতা। অত:পর  প্রজাপতির নির্বন্ধ রচনা। সংসার।  কর্ম পরিসরে দুজনেই শিক্ষক ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।
বিকেএসপিতে থাকা হতো,পড়ানো হতো,বিকেএসপির ক্যাডেটরা দেখতো সুজুকি ৮০ সিসি মটর বাইকে ক্যাম্পাসে তাঁদের বিহরণ।

লিটন-কানন

পরবর্তিতে কানন শিক্ষা প্রশাসনে সংযুক্ত হলো।উপাধ্যক্ষ হলেন।অপরদিকে শিখদার রাজউক উত্তরা মডেল কলেজে সহকারী অধ্যাপক হলেন। সেখান হতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগে পরিচালক হলেন কর্ম পরিক্রমায়।

লিটন-কানন
সংসারে আত্মজা দুজন।একজন পরিবেশবিদ নরওয়ের অসলোতে কর্মরত অন্যজন বিপণন বিদ্যায় এম বি এ করছেন জাবিতে।
সুদীর্ঘ কর্মজীবন সাফল্যময়তায় শেষ করে অবসরে সাভারেই থিতু হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২০ ● ৬৭৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ