বছর শেষে রফতানি আয়ে বাংলাদেশে নতুন রেকর্ড

Home Page » অর্থ ও বানিজ্য » বছর শেষে রফতানি আয়ে বাংলাদেশে নতুন রেকর্ড
সোমবার ● ২ জানুয়ারী ২০২৩


ডিসেম্বরে রফতানি আয়ে রেকর্ড বাংলাদেশের
ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি।
---

সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকলেও সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রফতানি হয়েছে।

ইপিবির তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার রফতানি আয় হয়েছে। যা এক মাসের সর্বোচ্চ রফতানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রফতানি আয় করে বাংলাদেশ।

সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রফতানি আয় আগের বছরের একই মাসের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম

এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রফতানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল।

২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে হিসাবে, রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ে চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জন্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৫০ কোটি ডলার ধরা হয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাস পেরোনোর পর দেখা যাচ্ছে, এখন পর্যন্ত রফতানি আয় ১৫ শতাংশ বেশি আছে।

এ ছাড়া রফতানি আয়ের বড় ‍উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ৬ মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রফতানি করেছে।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৩ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ