১লা জানুয়ারী কবি ও লেখক জমির উদ্দিন মিলনের জন্মদিন

Home Page » সাহিত্য » ১লা জানুয়ারী কবি ও লেখক জমির উদ্দিন মিলনের জন্মদিন
সোমবার ● ২ জানুয়ারী ২০২৩


কবি ও লেখক জমির উদ্দিন মিলন

কবি ও সুলেখক জমির উদ্দিন মিলনের  জন্ম লক্ষীপুর জেলার রামগতি থানার চর মেহার গ্রামে ১লা জানুয়ারি। তিনি লেখেন বাল্যের ভালালুতা-নিয়ে, কখনো যৌবনের উত্তাল মাদকতা নিয়ে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি। নাটক ‘কুয়াশা ফণা কবিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসেন অল্প সময়ের মধ্যে। সাহিত্যের সব শাখাতেই কবির বিচরণ। কবিতা, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি জীবনের গল্প বলতে চান।
স্নাতকোত্তর, ফলিত রসায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় । সমাজ পরিবার ও ব্যক্তি বিধৃত জীবনকে শুধুমাত্র উচ্ছাসিত ভাবাবেগের পরিবর্তে মুখ্যত বুদ্ধি সচেতন, বিশ্লেষণ ধর্মী, দার্শনিক মনোভঙ্গি নিয়ে উপলব্ধির প্রয়াস জমির উদ্দিন মিলনের অভিষ্ট লক্ষ্য। জীবনের হতাশা নিরাশা, ধূসর ভবিষ্যতের উষর মরুতে বিচরণ না করে তিনি জীবনকে তৃণ-শস্যে, ফুল ফসলে সফল দেখতে চান। আর এই মানসে তিনি প্রত্যয়ী, পরিশ্রমী। তাঁর প্রত্যয়া মনোভাব তাঁকে পৌছে দিয়েছে খ্যাতির উচ্চাসনে। তিনি আবিস্কার করলেন স্বতন্ত কাব্যধারা ‘ম্যাটাফিজিক্যাল কবিতা।
দিন শেষে সন্ধ্যা আসে, জীবন শেষে মরণ। দিন শেষের বর্ণনা দিয়ে জীবন শেষের ইঙ্গিত দিয়েছেন কবিতার মধ্য দিয়ে।

বাংলাদেশ সময়: ১৪:০৭:৫৬ ● ৮১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ