হাওরসাহিত্য পাঠাগারের আজীবন সদস্য পদ পেলেন শিক্ষিকা কৃষ্ণা ভট্যাচার্য্য

Home Page » বিবিধ » হাওরসাহিত্য পাঠাগারের আজীবন সদস্য পদ পেলেন শিক্ষিকা কৃষ্ণা ভট্যাচার্য্য
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২


 

 

 

 

 ---

সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ সিলাম পি এল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা ভট্টাচার্য্যকে কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।পাঠাগার উন্নয়নে বিশেষ অবদান স্বরুপ তাঁকে আজীবন সদস্য পদ প্রদান করা হয়। আজ বৃহষ্পতিবার পাঠাগারটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের এক ফেসবুক ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

পাঠকদের জ্ঞাতার্থে হাওরকবির পুরো স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

 

“ বিশেষ ঘোষণা

 

কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঠাগার কর্তৃপক্ষ সিলেটর স্বনামধন্য বিদ্যাপীঠ সিলাম পি এল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা ভট্যাচার্য্যকে পাঠাগারের ৪১ তম আজীবন সদস্য পদ প্রদান করছে।সেই সাথে পাঠাগার কর্তৃপক্ষ তার সার্বিক মঙ্গল কামনা করছে।

 

জীবন কৃষ্ণ সরকার

সভাপতি, কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগার,বংশীকুন্ডা,মধ্যনগর,সুনামগঞ্জ।”

 

জানতে চাইলে হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “কৃষ্ণা ম্যাম অত্যন্ত দানশীল,সদালাপী মানুষ।এমন একজন শিক্ষককে আমাদের হাওরসাহিত্য পাঠাগারের আজীবন সদস্য হিসেবে পেয়ে আমরা গর্বিত।আশা করি ম্যাডাম আমাদের পাঠাগার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন সবসময়।আমরা তাঁর সার্বিক মঙ্গল কামনা করছি।”

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২০ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ