করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

Home Page » জাতীয় » করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হচ্ছে আজ
মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০২২


 সংগৃহীত

বঙ্গ-নিউজ:  দেশে করোনাভাইরাসের চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া হবে।

সারাদেশে সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়া যাবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। যাদের তৃতীয় ডোজ নেওয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবে।

২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকার প্রয়োগ শুরু হয়। একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। এ ছাড়া সাড়ে ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন ছয় কোটির বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১০:১৩:১৩ ● ৪৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ